ভগবান শ্রীকৃষ্ণের মহামূল্যবান কথা শুনেই পাগল হয়ে যাবেন।. POBITRO & BEAUTY 124

 


ভগবান  শ্রীকৃষ্ণ শ্রীমদভগবদগীতায় বলেছেন যে,

একদিন জন্ম নিলে তাহার মৃত্যু নিশ্চিত। তখন শুধু দেহের মৃত্যু ঘটে আত্মার নয়। আত্মা কোনো মৃত্যু নেই।  মানুষ যেমন পুরাতন পোশাক ফালায় দিয়ে নতুন পোশাক পরিধান করে তেমনি কেউ যখন মৃত্যু বরণ করে তখন দেহ থেকে আত্মা বের হয়ে আবার নতুন দেহ ধারণ করে। 



ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আরো বলেছেন যে, 

তুমি জন্ম মৃত্য এই সব থেকে মোক্ষলাভ বা চিরমুক্তিও পেতে পারো। যদি তুমি আমাকে (ভগবান শ্রীকৃষ্ণ) ভজনা করো, আমাকে চিত্ত নিবেদন করো, আমার উপাসনা করো, তোমার মনকে যদি আমার চিন্তায় মগ্ন করো তাহলেই তুমি চিরমুক্তি পাবে।
 মোক্ষলাভ বা চিরমুক্তি অর্থ হলো এই পৃথিবীতে পুনোরায় জন্মগ্রহণ না করা। 




বিঃদ্রঃ যারা যারা হিন্দু ধর্ম সম্প্রদায়ের দয়া এটি বেশি বেশি করে শেয়ার করবেন। 
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে 

















































Comments

Post a Comment