ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদভগবদগীতায় বলেছেন যে,একদিন জন্ম নিলে তাহার মৃত্যু নিশ্চিত। তখন শুধু দেহের মৃত্যু ঘটে আত্মার নয়। আত্মা কোনো মৃত্যু নেই। মানুষ যেমন পুরাতন পোশাক ফালায় দিয়ে নতুন পোশাক পরিধান করে তেমনি কেউ যখন মৃত্যু বরণ করে তখন দেহ থেকে আত্মা বের হয়ে আবার নতুন দেহ ধারণ করে। |
Hare Krishna
ReplyDelete